সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রামপুরহাট শহর ও ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় রামপুরহাট শহরে। মিছিল শেষে বিরোধীদের কুৎসা ও অপপ্রচারের জবাব দিতে সভা করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জী, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ তৃণমূল নেতৃত্ব।উল্লেখ্য দিন কয়েক আগেই রামপুরহাট শহরে মিছিল ও সভা করে যান সিপিআইএম রাজ্য নেতৃত্ব সুজন চক্রবর্তী। এটি মূলত তারই পাল্টা সভা বলে রাজনৈতিক মহলের ধারণা। বিহারী বাবু তথা শত্রঘ্ন সিনহা এদিন হিন্দির পাশাপাশি আধা বাংলায় ভাষণের মাধ্যমে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায় মুখর হয়ে ওঠেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শত্রঘ্ন সিনহা বলেন ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণায়ক ভূমিকা পালন করবেন। অপরদিকে আইনমন্ত্রী মলয় ঘটককে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, বিরোধীদের দাবি আসানসোল হোটেলে গুলি কান্ড সহ বেশ কিছু ক্ষেত্রে এমন ঘটনার প্রেক্ষিতে রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সদুত্তরে বলেন বিরোধীদের বলবেন ২০০০ সাল থেকে পরিসংখ্যান দেখতে।দ্বিতীয়ত ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে এবং খুব শীঘ্রই ধরা পড়বে। এরপরের প্রশ্ন ছিল- সরকারি কর্মচারীরা আগামী ২০-২১ ফেব্রুয়ারি মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতি পালন করবেন, অফিস অচল হয়ে যেতে পারে, কি বলবেন- আইন মন্ত্রী বলেন নো কমেন্ট, নো কমেন্ট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct