আপনজন ডেস্ক: চিঠি পাঠানোর ১০০ বছর পর তা এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। বিবিসি জানায়, ক্রিস্টাল প্যালেসের হ্যামলেট রোডের বাসিন্দা ফিনলে গ্লেন ২০২১ সালে চিঠিটি পেলেও বুধবার (১৫ ফেব্রুয়ারি) তিনি তা প্রকাশ্যে আনেন। চিঠি পাঠানোর ১০০ বছর পর তা এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। ১৯১৬ সালে বিশ্বযুদ্ধের সময়ে পাঠানো ওই চিঠিটি সম্প্রতি দক্ষিণ লন্ডনের হ্যালেট রোডের ঠিকানায় আসার পর এ নিয়ে শুরু হয় হইচই। এদিকে চিঠি পেয়ে গ্লেন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘চিঠিটি পেয়ে প্রথমে মনে করেছিলাম ২০১৬ সালে পাঠানো। পরে খেয়াল করে দেখি, এতে রানির পরিবর্তে রাজার স্ট্যাম্প মারা।’ রাজা পঞ্চম জর্জের ছবি সংবলিত ১ পেনির স্ট্যাম্প লাগানো ছিল চিঠিতে। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এটি পোস্ট করা হয়। তখন রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মই হয়নি। ১৯১৬ সালে পাঠানো চিঠিটি পেয়ে অবাক ২৭ বছর বয়সী গ্লেন। এর প্রথম লাইনটি ছিল, ‘মাই ডিয়ার কেটি’। পোস্টাল অ্যাক্ট-২০০০ এর বিধান অনুযায়ী, প্রাপক ছাড়া চিঠি খোলা দণ্ডনীয় অপরাধ। কিন্তু গ্লেন নিজের কৌতূহল আর চেপে রাখতে পারেননি। তিনি চিঠিটি খুলে ফেলেন। পরে তিনি এটির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পেরে স্থানীয় চিঠিটিকে একটি পাক্ষিক পত্রিকা নরউড রিভিউ কার্যালয়ে নিয়ে যান। চিঠিটি কেটি নামে একজনকে লেখা। এর প্রথম লাইনটি ছিল, ‘মাই ডিয়ার কেটি’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct