নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: দলের জন্য যারা পুলিশের মামলার শিকার হতে হয়েছে, আজ তারাই দল থেকে বঞ্চিত। দলে থেকে যোগ্য সম্মানটুকুও পাচ্ছেন না পুরাতন তৃণমূল কর্মীরা বলে একরাশ ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।রবিবার দুপুর একটা নাগাদ চাঁচল বিধানসভার কুশিদা গ্রাম পঞ্চায়েতের বহর গ্রামের পঞ্চায়েত সদস্য নজিমুল হকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের কর্মীরাই। তৃণমূল কর্মীরা একরাশ ক্ষোভ উগরে জানান, পঞ্চায়েত সদস্য নজমুল হক কংগ্রেস থেকে জয়ী হয়ে তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগদান করার পর থেকেই পুরাতন তৃণমূল কর্মীদেরকে বঞ্চিত রেখে কংগ্রেস কর্মীদের নিয়ে চলছে। দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত বুথের কোনো কর্মীর সঙ্গে আলাপ আলোচনা নেই। এর পূর্বে তার স্ত্রী কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ছিলেন।দীর্ঘ দশ বছরে এলাকায় কিছুই উন্নয়ন হয়নি। এই দশ বছরে দুর্নীতির পাহাড় করে রেখেছেন নজমুল হক বলে অভিযোগ। ১০০ দিন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা কাজ না করেই তুলে নিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় পাঁকাবাড়ি,জমির মালিক ও গাড়ির মালিকদের নাম রয়েছে অথচ প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। কি আশায় তারা লোকের কাছে ভোট চাইতে যাবেন। পঞ্চায়েত নির্বাচনে নতুন মুখ দেখতে চান তারা। বঞ্চিত তৃণমূল কর্মী আসগর আলী জানান, লুটেপুটে খাওয়ার জন্য নজমুল তৃণমূলে যোগদান করেছে।পুরাতন তৃণমূল কর্মীদেরকে বঞ্চিত রেখে নব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সব কাজ করছে সে।দীর্ঘ পাঁচ বছর ধরে পুরাতন তৃণমূল কর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সামনে পঞ্চায়েত নির্বাচনে নতুন মুখ দেখতে চান তারা। পঞ্চায়েত সদস্য নজমুল হক জানান, তারা ভিত্তিহীন অভিযোগ করেছেন। মমতা ব্যানার্জির নির্দেশ মেনে সকলকে নিয়েই তিনি চলছেন। যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে তারাও একসময় কংগ্রেসে ছিল। সবার সঙ্গে আলোচনা করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দ্রুত সারিয়ে ফেলবেন বলে জানান নজমুল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct