আপনজন ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি। রোববার সন্ধ্যা নাগাদ অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ইউনিস সেজার। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাংবাদিকদের ইউনিস সেজার বলেন, “ভূমিকম্পের কারণে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন। বেশিরভাগ প্রদেশে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধারের কাজ শেষ হয়েছে।” গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন। এ নিয়ে দেশ দুটিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতি এ ভূমিকম্পে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct