আপনজন ডেস্ক: চলতি মাসের শুরুর দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প (৭ দশমিক ৮ মাাত্রার) আঘাত হানে। সেই ভূমিকম্পের উদ্ধার তৎপরতা এখনও চলছে। এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জন মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কের এই অঞ্চলে গত ১৩ দিনে প্রায় সাড়ে ৬ হাজার শিশুর জন্ম হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন শনিবার বলেন, ভূমিকম্পের প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৪৭ জন নবজাতক জন্ম নিয়েছে। প্রতিটি শিশুর জন্ম ‘আশা’ উল্লেখ করে তিনি এসব শিশুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct