মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের পরিচালনায় গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া কলকাতা উর্দু বইমেলা শেষ হল রবিবার। উর্দু বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে উর্দু অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট তথা সাংসদ নাদিমুল হক বলেন, উর্দু ভাষিদের জন্য বাজেটে যেভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে তারজন্য তাঁরা খুশি। সমাজের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সম্মানিত করার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াসিমুল হক। বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর সানা আহমেদ, রেহানা খাতুন,সাহাবুদ্দিন হায়দার,দাবিড় আহমেদ, নুসহাট জয়নাব, ইসতেহাক আহমেদ, শর্মিলা ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct