নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি গড়ল পূর্ত দফতর । নবান্ন সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে কাজ শেষ করতে পূর্ত দফতর পাঁচ সদস্যের ‘রিপোর্ট মনিটরিং সেল’ গঠন করেছে।বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় পূর্তমন্ত্রী পুলক রায়কে কাজে গতি আনার নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, এরপর রাজ্যের পূর্ত দফতরকে পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী। আর সেই উদ্দেশ্যে তিনি একটি ‘রিপোর্ট মনিটরিং সেল’ গঠন করার নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে এই মনিটিরং সেল গঠন। নবান্ন সূত্রের খবর, ‘রিপোর্ট মনিটরিং সেল’-এর মধ্যে রয়েছেন পূর্ত দফতরের বরিষ্ঠ ডেপুটি সেক্রেটারি। এই দফতরের অধীনে থাকা সমস্ত বিভাগকে কাজের রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে। রাজ্যের প্রতিটি জেলায় নিযুক্ত পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্টে কী কী তথ্য জানাতে হবে সেই বিষয়ে। জেলা থেকে রিপোর্ট জমা পড়ার পর সেগুলি বিশ্লেষণ করবে এই সেল। মনিটরিং সেল কাজের রিপোর্ট খতিয়ে দেখে অসন্তুষ্ট হলে, বা নির্দিষ্ট সময়ের পরেও কাজ শেষ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে।উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেনে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করাই আপাতত লক্ষ্য পূর্ত দফতরের। পুলক রায় পূর্ত দফতরের পাশাপাশি দায়িত্বে রয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের। পূর্ত দফতরের কাজে গতি আনার পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লকে বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প তার কাজেও গতি আনতে তৎপর মন্ত্রী পুলক রায়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ২০২৪ সালের মধ্যে রাজ্যের সর্বত্র নলবাহিত পানীয় জল পৌঁছে যাবে বলে ঘোষণা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct