নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: অবশেষে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । একই সঙ্গে গ্রেপ্তার হয় আরো এক সহযোগী নীলাদ্রি। এই দুজনকে সোমবার আদালতে পেশ করবে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে বার বার তলব করে জিজ্ঞাসাবাদ করে রেহাই দিচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল সকলে। রবিবার দুপুরে অবশেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করলেন গোয়েন্দারা।এদিন নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাপস মণ্ডলের পাশাপাশি এদিন গ্রেফতার করা হয়েছে নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে গ্রেফতার করা হয়েছে । এছাড়া শেখ আলি ইমাম নামে আরও এক ব্যক্তিকে, যিনি ধৃত শেখ শাহিদ ইমামের দাদা তাকেও এদিন হেফেজতে নেয় সিবিআই। ভাঙ্গরের শাজাহান মোল্লার বাড়িতেও রবিবার হানা দেয় সিবিআই ।কারণ তদন্তে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল এই শাহজাহান মোল্লা । সে তাঁর পরিবারের এবং পরিচিত অনেককে বেআইনি শিক্ষক নিয়োগে চাকরি পেতে সাহায্য করেছিল। তদন্তে উঠে আসা সেই তথ্য যাচাই করতেই একদিন দুপুরে তার বাড়িতে যান সিবিআই অফিসাররা । এদিকে রবিবার বিকালে তাপস এবং নীলাদ্রীকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। কিন্তু মানিকের হয়ে যিনি ‘তোলাবাজি’ করতেন বলে অভিযোগ, মানিক-ঘনিষ্ঠ সেই তাপস মণ্ডলকে কেন এখনও গ্রেফতার করছে না সিবিআই বা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন।তদন্তকারীদের তাপস বলেছিলেন, তাঁর অফিস থেকে টাকা নিয়ে এজেন্টরা পৌঁছে দিতেন কুন্তলের কাছে। পরে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে চাকরি প্রার্থীদের ওএমআর শিটের কপিও উদ্ধার করেন তদন্তকারীরা। কুন্তল ছাড়াও নিয়োগ মামলায় টাকা লেনদেনে যুক্ত গোপাল দলপতির সন্ধানও তদন্তকারীদের দিয়েছিলেন তাপসই। তাপসকে জেরা করেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বৃহত্তর চক্রের সন্ধান পান নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের চক্রে তাপসের কথাতেই জানা গিয়েছিল নীলাদ্রির নামও। নীলাদ্রি এই তাপসের কথাতেই কুন্তলের থাকা টাকা চান। কুন্তলের থেকে তিনি দু’দফায় ৬ লক্ষ টাকা পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন নীলাদ্রি। এছাড়াও বছর খানেক আগে নীলাদ্রি দু’জন চাকরিপ্রার্থীর থেকে দু’লক্ষ টাকা নিয়ে গোপালকে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। পরেসেই টাকা ফেরৎ দিয়ে দেন বলেও দাবি করেন। রবিবার বিকেল ৫টা নাগাদ তাপস এবং নীলাদ্রি দু’জনকেই গ্রেফতার করেছে সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct