কফিন
সোমা পাল
কফিন বন্দী সত্য পশ্চিম মেঘে ঢাকা ,,
অনুভবের পাপড়ি আজও পড়ে খসে খসে !
দৃষ্টিকোণে ছুঁয়ে যাওয়া লুকানো স্বপ্ন ,,
সোঁদা গন্ধ উড়ে বেড়ায় বাতাসে !!
নিঃশব্দ ছায়া নত হয়ে পাশে এসে দাঁড়ায় ,,
মাটির উপর নিপুণ অক্ষরে লেখা ঠিকানা !
গুড়ো হয়ে ভেঙ্গে পড়ে শিশির বিন্দু ,,
ভিজতে থাকে নীরবে ঘাসেদের ডানা !!
ক্লান্ত শরীর বহনের ভারে হাঁপিয়ে উঠি ,,
মায়াবী দেওয়াল জুড়ে কত ধূলো মাখা !
বাহিরের আকাশটা হাতছানি দেয় বারবার ,,
উপায় নেই সাজানো দিগন্তে হাঁটা !!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct