আপনজন ডেস্ক: উলুবেডিয়ার উত্তরে রাজখোলা গ্রামে মসজিদে আবুবক্কার রা এর শুভ সূচনা হল পবিত্র জুম্মা নামাজের মাধ্যমে । কলকাতা আলিয়া মাদ্রাসা কলেজের প্রাক্তন অধ্যাপক মরহুম আল্লামা আলহাজ মওলানা মোঃ আব্দুল আহাদ রহ. বাড়ি সংলগ্ন ও মওলানা আব্দুল আহাদ একাডেমির সামনে ঠিক একবছর আগে মসজিদে আবুবক্কার রা এর শুভ সূচনা করেছিলেন গুজরাটের প্রখ্যাত আলেম পির আল্লামা আলহাজ মৌলানা সালাউদ্দিন নকশবন্দী মাদ্দাজিল্লাহু ,ফুরফুরায় বড় হুজুর আল্লামা পির আলহাজ আব্দুল হাই রহ এর পৌত্র আলহাজ সওবান সিদ্দিকী ,কলকাতা আলিয়া মাদ্রাসার প্রখ্যাত আলেম আলহাজ মওলানা মনজুর আলম সাহেব।ও কারী রুহুল আমিন সহ একাধিক বিশিষ্ট কারী গণ । ধারাবাহিক মসজিদের কাজ চলার পর ঠিক একবছরের পর এই মসজিদটি গতকাল পবিত্র জুম্মার নামাজ দিয়ে শুভ উদ্বোধন হল। মসজিদের জুম্মা ও নামাজের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আল্লাহপাকের নির্দেশ নিষেধ ও নবী হজরত মোহাম্মদ সা এর নির্দেশিত পথেই একমাত্র মুক্তি ও শান্তির পথ সম্পর্কে আবেগঘন বক্তব্য রাখেন কলকাতা আলিয়া বিশ্বিদ্যালয়ের প্রখ্যাত আলেম মওলানা মাহমুদুর রহমান সাহেব। খুতবা দেন আন্তর্জাতিক প্রখ্যাত কারী রুহুল আমিন সাহেব। মসজিদ কমিটির সম্পাদক শেখ মোঃ শরফুদ্দিন জানান আলহামদুলিল্লাহ দ্বীনদার মানুষের সহযোগিতা ও অকাতর দানে খুবই অল্প সময়ে এই মসজিদের কাজ সুসম্পন্ন হলো ।আল্লাহপাক আমাদের দ্বীন ইসলামের আহকাম ও আরকান মেনে চলার তৌফিক দিন।আমাদের পরিবারের যৌথ সম্পত্তিতে আল্লাহর উদ্দেশ্য ওয়াকফ করা জায়গায় এই মসজিদ নির্মিত হলো।ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্য যা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের সূচনা হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct