বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: বেশিরভাগ ক্ষেত্রে হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকরা তাদের নিজেদের থানাতে অভিযোগ দায়ের করে। সেইসব অভিযোগ কে ভিত্তি দিয়ে তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলা। প্রায় ১৪৩ টি মোবাইল যথাযথ যাচাই-কর্মের পর আজ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে। মোবাইল ফোন উদ্ধারের পর সেই ফোনগুলি আসল মালিকের হাতে তুলে দেয়া হয়।তবে এ বিষয়ে ফিরে পাওয়া এক মোবাইল গ্রাহক তিনি জানিয়েছেন। আমি কোনদিনই ভাবতে পারিনি আমার এই মোবাইলটি আবারো ফিরে পাবো তবে বারুইপুর পুলিশ জেলার সৌজন্যে মোবাইল ফোনটি ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি।আমার ফোনটি দু-তিন মাস আগে চুরি হয়েছিল তারপরে আমি থানাতে অভিযোগ করি। তবে আমি হাল ছেড়ে দিয়েছিলাম ফিরে পাওয়া ব্যাপারে। কিন্তু হঠাৎ যখন থানা থেকে ফোন করে জানানো হয় আপনার মোবাইল ফোনটি ফিরিয়ে দেয়া হবে। আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলাম এটা আমাদের সৌভাগ্য। তবে এ ব্যাপারে বারইপুর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে গত কয়েক মাস ধরে অভিযান চালিয়ে ১৪৩ টি মোবাইল ফিরিয়ে দিতে সক্ষম হলাম। এবং মোবাইল ফোন চুরি নিয়ন্ত্রণ আনতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct