রক্তাক্ত বর্ণপরিচয়
জুলফিকার আলি মিদ্দে
মাটিতে হায়না, আকাশে শকুন,
ঘুটঘুটে আঁধারি রাতে পেঁচার ডাক,
ষড়যন্ত্রের জাল সর্বময়....,
সবাই উদ্বিগ্ন!
নবজাতকেরও চোখে ঘুম নেই!
ছিঁড়ে নিতে ওরা উদ্ধত, মায়ের স্বরযন্ত্র চিরতরে,
চিবিয়ে খাবে মর্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা
বর্ণপরিচয়ের রক্তাক্ত মুণ্ডু,
আর ‘অ, আ.... ক, খ’ দের টাটকা কলজে।
সেদিন ছিল ২১শে ফেব্রুয়ারি,
আকাশ বাতাস ভূতল সবাই সাক্ষী,
ঢাকার রাজপথ দেখেছিল--
পাঁচটি তরতাজা রক্তিম হৃৎপিন্ডের স্পর্ধা!
ছিন্নভিন্ন রক্তস্নাত বর্ণপরিচয় ফিরে পেয়েছিল
প্রাণের স্পন্দন। আজও স্পন্দিত......
বরকত, সালাম, জব্বার ‘দের চওড়া ছাতিতে,
রফিক, সফিক ‘দের মুখের ভাষায়.....।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct