বইমেলা প্রাঙ্গণ
শীলা সোম
হাঁটি হাঁটি পা পা করে, মেলার প্রাঙ্গণ,
পৌঁছে গেলাম অন্দরে, আমি আপনজন।
খবরে খবরে ঠাসা, কলেবর খানি,
প্রভাতে চায়ের সাথে, নিত্য টানাটানি।
সহজেই করতে পারি, পরকে যে আপন,
সার্থক নাম আমার, তাই আপনজন।
শিক্ষা, ক্রীড়া, বিনোদন, কিছু নেই বাদ,
বিজ্ঞাপন বাদ দিলে, হবে যে বরবাদ।
অনলাইন মাধ্যম, সুদূর প্রসারী,
লহমায় পৌঁছে যায়, বাড়ী হতে বাড়ী।
রবি-আসরেতে থাকে, সাহিত্যের পাতা,
কত যে প্রবন্ধ, গল্প, ছড়া ও কবিতা।
লেখনীর ঔদার্যেতে লেখার প্রকাশ,
আপ্লুত পাঠক কুল মেটায় যে আশ।
প্রথিতযশা লেখক, কেউ বা অনামী,
সকলেরই আছে স্থান, সবাই যে দামী।
তাঁদের লেখা দিয়েই, মোর কলেবর,
স্মৃতি, মেধা, প্রকাশের ওঠে সেথা ঝড়।
হয়েছি যে সমাদৃত, বইমেলা এসে,
ধন্য মোর জীবনখানি, সবে ভালোবেসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct