সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবছর সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতির আয়োজনে বিশেষ গোপনীয়তা বজায় রেখছে।এখন পর্যন্ত তাদের ওয়েবসাইট কিংবা নোটিশ বোর্ডে সমাবর্তনের অনুষ্ঠান সূচি সহ অন্যান্য তথ্য প্রকাশ করেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে সমাবর্তন উৎসব সম্ভবত ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে হতে পারে বলে বিশ্বভারতী সূত্রে জানা যায়। শুক্রবার বিশ্বভারতী কর্তৃপক্ষ উক্ত বিষয়ে অভ্যন্তরিন বৈঠকও করেন।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শান্তিনিকেতন সফরে এসে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ও আসার কথা।উল্লেখ্য বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ছাত্রছাত্রীদের কাছে এক পরম প্রাপ্তির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আচার্যের কাছ থেকে ছাতিম পাতা ও শংসাপত্র এবং দীক্ষান্ত ভাষণ শেষ করে বিশ্বভারতী থেকে শিক্ষালাভের পর একটি অধ্যায়ের সমাপ্ত করেন। এখানে পদাধিকারবলে দেশের প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য। বহু দিন ধরে প্রচলিত যে ছাত্র-ছাত্রীরা আচার্যের কাছ থেকেই ছাতিম পাতা গ্রহণ করেন। কিন্তু নিরাপত্তা ও ব্যস্ততার কারণে সেক্ষেত্রে ছেদ পড়ে তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেই।২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি, ভার্চুয়ালি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য নরেন্দ্র মোদি। সশরীরে শান্তিনিকেতনে উপস্থিত থেকেছেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত,গত বছরের ১১ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দেশের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্দ চন্দ্রচূড় ও নিয়ম অনুযায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস আসবেন বলে ঠিকও হয়। কিন্তু হঠাৎ ছাত্র আন্দোলনের জেরে সমাবর্তন অনুষ্ঠান বাতিল ঘোষণা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি উত্তীর্ণদের শংসাপত্র প্রদানের জন্যই মূলত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন।পাশাপাশি দেশিকোত্তম এবং গগন-অবন পুরষ্কারও দেওয়া হয়। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি উত্তীর্ণদের চাকরির ক্ষেত্রে শংসাপত্রের ভূমিকার কথা মাথায় রেখে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হবে।এদিকে সমাবর্তন উৎসবের গোপনীয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়ারা। শুভাশিস চট্টোপাধ্যায়, সন্ধ্যা ভৌমিকরা জানান, সমাবর্তন অনুষ্ঠান পড়ুয়াদের কাছে মিলন মেলার মতো। যা সকলের জন্য উন্মুক্ত। এনিয়ে আশ্রমিক থেকে প্রাক্তনীরা ও প্রশ্ন তুলেছেন।এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct