সজিবুল ইসলাম, লালবাগ, আপনজন: মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র ঐতিহাসিক লালবাগ শহরের সান্নিকটে আইসবাগ টিকটিকিপাড়া ফুটবল ময়দানে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশান এর মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এদিনের সম্মেলনে জুমায়ার নামাজ আদায় করার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষের সমাগম হয়। এদিনের জুমার নামাজের ইমামতি করেন সৌদি আরবের মক্কা নগরী থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী মেকদাদ আল-সাইয়্যিদ। কলকাতা নাখোদা মসজিদের ইমাম ও অল ইন্ডিয়া ইমাম সংগঠনের রাজ্য সভাপতি কারী মোঃ শফিক কাসেমী জুমার খুতবাহ প্রদান করেন। সভা থেকে বিশ্বের জন্য শান্তি কামনা করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মানবকল্যানে আত্মনিয়োগ এবং প্রতিটি মুসলিম পরিবার কে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়। জেলার ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, রমযানের পর এই সংগঠনের প্রচেষ্টায় রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীতে সংগঠন মানুষের আরও পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠন হলো একটি বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন। যুগের দাবি মতো সামাজিক কাজে সর্বদা আগে হাত বাড়িয়ে থাকে। তাই এদিন এই সভা মঞ্চ থেকে কেরাতের পাশাপাশি বিকলাঙ্গ ও অন্ধ হাফেজে কোরআনদের সার্টিফিকেটসহ কিছু পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের সভায় পৌরহিত্য করেন সংগঠনের রাজ্য সভাপতি তথা নাখোদা মসজিদের ইমাম কারী মুহাম্মদ শফিক কাসেমী এবং সভা সঞ্চালনা করেন মুর্শিদাবাদ জেলার নবনির্বাচিত জেলা ইমাম মুফতী আজমত আলী। এদিনের সভায় উপস্থিত ছিলেন দেশ-বিদেশের কারীদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে ক্বারী মিকদাদ আল-সায়্যিদ মক্কা মুকাররমা এবং মালেশিয়া থেকে ক্বারী মোহাম্মদ হোসাইন বিন মাহমুর ও ইন্দোনেশিয়া থেকে কারী দাছরিজাল মারাহ নাইনীন,কারী ইমদাদুল হক ঢাকা বাংলাদেশ ও কারী এ,কে, মঞ্জুর আহমদ আসাম,কারী মুজাহিদুল ইসলাম ইউপি। এদিনের সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবুতাহের খাঁন, শাহুদ আলম কলকাতা, সংগঠনের চেয়ারম্যান আনসার আলী, সভাপতি মাওলানা মুজাফফর খান, মুফতী নাজমুল হক, মাওলানা রেজাউল করিম, মুফতী ইনামুল কবীর সহ প্রতিটি ব্লকের পদাধিকারী ইমাম মুয়াজ্জিনরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct