গুজরাতের গির অভয়ারণ্য পড়ে জুনাগড় লোকসভা কেন্দ্রের অধীন। এই অভয়ারণ্য সিংহের জন্য বিখ্যাত। এই অভয়ারণ্যের সাড়ে তিনশ বর্গকিলোমিটার ভিতরে রয়েছে বানেজ গ্রাম। ওই গ্রামের একটি শিবমন্দির দেখভাল করেন মহন্ত ভরদাস দর্শনদাস। বনের মধ্যে প্রায় ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় ওই গ্রামের মন্দিরে যেখানে একমাত্র ভোটার ওই দর্শনদাস। তার জন্যই এবার নির্বাচন কমিশনের কর্মীদের কি কষ্টই না হয়েছে। কারণ ওই বুথে ভোট হবে একমাত্র ভোটার দর্শনদাসের জন্য। কারণ ২০০৪ সাল থেকে প্রতিটি লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন দর্শনদাস। তাই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে চায়নি নির্বাচন কমিশন। সেজন্য বনে থাকা প্রায় ৬০০ সিংহের গর্জন উপেক্ষা করে সেখানকার ৬৯ বছর বয়সী মহন্ত দর্শনদাস যাতে ভোট দিতে পারেন তাতে খামতি রাখেনি নির্বাচন কমিশন। সে জন্য এক পুলিশ সহ নির্বাচন কমিশনের চার আধিকারিকের এক দল গির অভয়ারণ্যের বুথে ভোট দেওয়ার সব ব্যবস্থা করে। সেই মতো তৃতীয় দফায় ভোট দেন মহন্ত দর্শনদাস। আর যেহেতু এইবুথে একজন ভোটার তাই এখানে ভোট পড়ল ১০০ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct