দেবাশীষ পাল, মালদা, আপনজন: নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। শনিবার ওই থানার রাজনগর এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক জোড়া দেশি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি। এছাড়াও তাদের দুটি মোবাইল ফোন, একটি মোটরবাইক এবং নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তিই মোথাবাড়ি থানার রাজনগর মডেল এলাকার বাসিন্দা। তাদের নাম রাবিউল শেখ (৪০) এবং গোলাম মোস্তাফা (২২)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান এবং চারটি থ্রি নট থ্রি বন্দুকের গুলি। অস্ত্র এবং গুলি অন্য কাউকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল তারা। সেই সময় মোথাবাড়ি থানার পুলিস তাদের পিছনে ধাওয়া করে। পুলিসের তাড়া খেয়ে মোটরবাইক নিয়ে পালাতে চেষ্টা করে ওই দুইজন। কিন্তু পিছু নিয়ে অল্পক্ষণের মধ্যেই তাদের গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের শনিবারই আদালতে পেশ করা হয়। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আলী আবু বাকের বলেন, মোথাবাড়ি থানার পুলিস অস্ত্র ও গুলি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের পুলিস হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। ধৃতরা কোথা থেকে ওই আগ্নেয়স্ত্রগুলি পেয়েছিল তা জানার জন্য পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তাদের সঙ্গে আর কে কে রয়েছে তাও জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ (১ বি) এ এবং ৩৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct