সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সুলভ মানসিকতা গড়ে তুলতে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের জ্যোতির্ময়ী ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়ারা। শনিবার বাংলা ও সৌরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ দেখতে হাজির হন স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুল বাসে করে জ্যোতির্ময়ী ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়ারা ইডেনে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন ক্রীড়া প্রশিক্ষক আবু বক্কার মোল্লা। পড়ুয়ারা বাংলা দলের হয়ে গলা ফাটান এদিন। এদিন ছিল খেলার তৃতীয় দিন। দিন শেষে বাংলা ৪ উইকেটে ১৬৯ রান তুলেছে। বাংলা প্রথম ইনিংসে করেছিল ১৭৪ রান। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৪০৪ রান করে। চতুর্থ তথা চূড়ান্ত দিনে বাংলা ৬১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করবে। খারাপ আলোর কারণে এদিন নির্ধারিত সময়ের আগেই খেলার সমাপ্তী ঘোষণা করেন আম্পায়ার। উল্লেখ্য ৩৩ বছর পর বাংলা রঞ্জি ট্রফির ফাইনাল পৌঁছেছে। ফলে সাধারণ মানুষের সঙ্গে পড়ুয়াদের মধ্যে ও বিশেষ উন্মাদনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct