আপনজন ডেস্ক: স্পেনে মেয়েদের পিরিয়ডের (মাসিক) সময় মজুরিসহ নারীদের ছুটি দেওয়ার আইন পাস করা হয়েছে। স্পেনের আইনপ্রণেতারা এই আইনটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। আইনটির পক্ষে ভোট পড়েছে ১৮৫টি এবং বিপক্ষে ছিল ১৫৪ ভোট। আইনটিতে মাসিকের তীব্র ব্যথায় ভোগা নারীদের প্রয়োজনীয় ছুটি পাওয়ার অধিকার দেওয়া হয়েছে। এই ছুটিকালীন সময়ের মজুরি তাদের নিয়োগকর্তা নয়, রাষ্ট্রীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থার তহবিল থেকে দেওয়া হবে। স্বাস্থ্যগত কারণে মজুরিসহ অন্যান্য ছুটির মতোই এক্ষত্রেও একজন চিকিৎসক দ্বারা কাজ করতে সাময়িক অক্ষমতার সনদ প্রয়োজন পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct