আপনজন ডেস্ক: হরিয়ানায় কয়েক সপ্তাহের মধ্যে গোরক্ষার নামে তিন মুসলিমকে হত্যা করায় দেশের সচেতন নাগরিক এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্পষ্ট ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জুনায়েদ ও নাসিরের নৃশংস হত্যাকাণ্ড প্রকাশ্যে এলেও অন্য মুসলিম যুবক ওয়ারিসের মৃত্যুর বিষয়টি নিয়েও উদ্বেগ কাটেনি। দুটি ঘটনায়ই মনু মানেসারের নেতৃত্বাধীন বজরং দলের সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। সম্প্রতি দু’জন মুসলিমকে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। হরিয়ানা ও রাজস্থানের মুসলমানরা এই নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
হরিয়ানার নুহ আসনের কংগ্রেস বিধায়ক আফতাব আলম বলেন, একের পর এক জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।সর্বশেষ ঘটনায় ভুক্তভোগীরা হরিয়ানা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। সরকার ও প্রশাসনকে এর জবাব দিতে হবে বলে দাবি তুলেছেন তারা। বিষয়টি হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ডিজিপির কাছে উত্থাপন করার কথাও জানান। এদিকে, হরিয়ানার ভিওয়ানিতে গোরক্ষকদের হাতে জুনায়েদ ও নাসিরের (গোপালগড়, ভরতপুর-রাজস্থানের বাসিন্দা) হত্যার নিন্দা জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামী হিন্দের সহ-সভাপতি অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার বলেন,এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত এও হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটি বিবৃতি দাবি করছে জাাময়াতে ইসলামি হিন্দ। তার দাবি, এই অপরাধের অপরাধীদের দ্রুত বিচার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপ্রি বলেছেন, নাসির ও জুনায়েদ হত্যায় হরিয়ানা পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। কংগ্রেস নেতা রিতু চৌধুরি বলেন, অভিযুক্ত মনু মানেসরকে বিজেপি সরকার রক্ষা করছে। খট্টর সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। এটা কিছু মানুষের উন্নয়ন এবং সবার জন্য ধ্বংসের সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct