সন্ন্যাসী কাউরী, তমলুক, আপনজন: বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান ও স্বচ্ছতার সাথে শূন্য পদে শিক্ষক কর্মচারী নিয়োগের দাবিতে পথে নামলেন শিক্ষক কর্মচারীরা। শুক্রবার তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে সমাবেশ করেন শিক্ষক কর্মচারীরা । এদিন শ্রমিক কর্মচারী শিক্ষক যৌথ আন্দোলন মঞ্চের ডাকে জেলার শিক্ষক কর্মচারীরা প্রথমে নিমতৌড়ি মোড়ে জমায়েত হন। সেখান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে সামিল হন। জেলা শাসকের দপ্তরের সামনে সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির সম্পাদক রাকিবুর রহমান, এ বি টি এ জেলা সম্পাদক রানা ভট্টাচার্য, এ বি পি টি এ নেতা অশোক দাস, যৌথ মঞ্চের নেতৃত্ব অসিত সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, শ্রমিক, কর্মচারী ও শিক্ষকদের সংগঠন ১২ ই জুলাই কমিটির ডাকে সারা রাজ্য জুড়ে বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে মিছিল সমাবেশ করছেন শিক্ষক কর্মচারীরা। তারই অঙ্গ হিসেবে এদিন পূর্ব মেদিনীপুর জেলাতেও জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রধান ও সমাবেশের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা এদিনের মিছিল ও সমাবেশে যোগ দেন। মিছিল থেকে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগের দাবি তোলেন শিক্ষক কর্মচারীরা। এদিন সাত জনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ২৮ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন। দাবি আদায় না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বিশ্ব রঞ্জন দিন্ডা ও বিধান চন্দ্র ধাড়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct