সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: শুক্রবার আলিম ফাজিল পরীক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হল ভাঙড়ে। আল হেরা কোচিং সেন্টারের পক্ষ থেকে এদিন সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সাতুলিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সন্নিকটে আয়োজক কোচিংয়ের দ্বিতলে অনুষ্ঠানটি হয়। এদিন বিকেলে সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাবিনা খাতুন ও তানিয়া খাতুন। অনুষ্ঠানে অতিথি, শিক্ষার্থী, অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অতিথি, শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হুসাইন আহমেদ, সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে, শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রমুখ। এদিন অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করেন দুই পড়ুয়া সইদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষক আব্দুল কাইয়ুম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আল হেরা কোচিং সেন্টারের কর্ণধার শিক্ষক ইমরান করিম। এদিন কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধিত হন আলিমে সাহারুল ইসলাম, ফারজানা পারভীন ও হাফসা খাতুন। এদের হাতে এক হাজার টাকা করে চেকও তুলে দেওয়া হয়। এছাড়াও সংবর্ধিত হন দ্বিতীয় শ্রেণীর আহমদ উল্লাহ, পঞ্চম শ্রেণীর সাদিকা খাতুন, ষষ্ঠ শ্রেণীর নাসরিন পারভীন ও কাশ্মীরা খাতুন, সপ্তম শ্রেণীর শামীম ফারহাদ ও মারিয়া খাতুন এবং আরিফ হোসেন, নবম শ্রেণীর ফারজানা খাতুন এবং দশম শ্রেণির ফারজাইনা পারভীন। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct