আপনজন ডেস্ক: জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম গত দুই বছরে শপিং-এর জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে। তবে হঠাৎই উদ্যোক্তাদের দুঃসংবাদ দিলো প্ল্যাটফর্মটি। আগামী ১৬ মার্চ তারা লাইভ শপিং বন্ধ করতে যাচ্ছে। এরপর থেকে ব্যবহারকারী লাইভ স্ট্রিমে পণ্য ট্যাগ করতে পারবে না। মূলত ইনস্টাগ্রামের মূল ফিচারের দিকে মনোযোগ ঘোরাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যম এনগেজেট। এই সিদ্ধান্তের পাশাপাশি ইনস্টাগ্রাম হোম স্ক্রিন থেকে শপিং ট্যাগ উঠিয়ে নিচ্ছে। এর কয়েক মাস পরে ফেসবুকও লাইভ শপিং এবং পয়েন্টেড স্টোর থেকে রিলের দিকে সরে আসছে। যদিও ফেসবুকে শপিং এখনও পোস্ট, রিল এবং স্টোরিজের একটি অংশ হিসেবে রয়েছে। তবে এনগেজেট জানায়, মেটা মূলত তার খরচ কমানোর স্বার্থে এমন সিদ্ধান্ত নিচ্ছে। একই কথা সংবাদ মাধ্যম গিজমডো জানায়, এর একটি অংশ হিসেবে থাকতে পারে ইনস্টাগ্রামের লাইভ শপিং বন্ধ করা। আর একটি হিসাবে দেখা গেছে যে, লাইভ ব্রডকাস্ট থেকে মেটা আসলে তেমন একটা উপার্জন করতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct