অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সম্পন্ন হল পাঁচদিনের বিশেষ স্বাস্থ্য বিষয়ক নোডাল শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ শিবিরের। গঙ্গারামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক মানিক সিং, গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস, ডক্টর এহতেসাম উদ্দিন, সিনিয়র পিএইচএন মৌসুমী নন্দী, লেডি কাউন্সিলর (অন্বেষা ক্লিনিক) বিউটি ঘোষ সহ আরো অনেকে। জানা গিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক মানসিক ও সামাজিকভাবে সুস্থ রাখতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে গঙ্গারামপুর পুরসভা ও ব্লকের অন্তর্গত ৬৪ টি বিদ্যালয়ের প্রায় ৯৬ জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণ নেয়া প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের হাতে বিশেষ শংসাপত্র তুলে দেয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। ভবিষ্যৎ প্রজন্মকে বয়স উপযোগী তথ্য দিয়ে সমৃদ্ধ করতে এবং তাদের জীবনে নানা সমস্যার মোকাবিলা কিভাবে করা যায় সে বিষয়েই এই পাঁচ দিন ধরে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের কাছে পুরো বিষয়টি তুলে ধরেন প্রশিক্ষকেরা। স্বয়ং দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য দপ্তরের ডিএমসিএইচও ডা. ওমকার নাথ মন্ডল মূল্যবোধ- সামাজিক দায়বদ্ধতার উপরে বিশেষ আলোচনায় অংশ নেন। এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক মানিক সিং জানান, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা উক্ত বিষয়গুলি বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে যথাযথভাবে তুলে ধরবেন। এবিষয়ে প্রশিক্ষক ডা. এহতেসাম উদ্দিন জানান, ছাত্রছাত্রীদের সুশিক্ষিত এবং সু নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ শিবিরে উঠে আসা বিষয়গুলি বিদ্যালয়ে গিয়ে যথাসাধ্য ভাবে তার বাস্তব প্রয়োগ করবেন এই প্রত্যাশাই আমরা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct