আপনজন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ৩০টিরও বেশি নির্বাচনে প্রভাব খাটিয়েছে ইসরাইলি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সাংবাদিকদের এক কনসোর্টিয়ামের দীর্ঘদিন ধরে চালানো গোপন অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য। হ্যাকিং, নাশকতা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে নির্বাচনে প্রভাব খাটায় ইসরাইলি সেই প্রযুক্তিপ্রতিষ্ঠান। সাংবাদিকরা নিজেদের ক্লায়েন্ট হিসেবে পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির তথ্য সংগ্রহ করেন। এর কর্ণধার ৫০ বছর বয়সী তাল হানান একসময় ইসরাইলি স্পেশাল ফোর্সে কাজ করতেন। এএফপি জানায়, ফ্রান্সভিত্তিক অলাভজনক ‘ফরবিডেন স্টোরিজ’-এর নির্দেশনায় ব্রিটেনের গার্ডিয়ান, ফ্রান্সের লা মন্ডে, জার্মানির ডের স্পিগেল এবং স্পেনের এল পাইসসহ ৩০টি গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল এ নিয়ে অনুসন্ধান করেছে। প্রতিষ্ঠানটির মালিক গর্ব করে তাদের জানিয়েছেন, তার নিয়ন্ত্রণে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার ভুয়া প্রোফাইল এবং ‘সংবাদ তৈরি করার’ ক্ষমতা তার আছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct