মনিরুজ্জামান, বারাসত, আপনজন: রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা মোতাবেক আসন্ন পরীক্ষা ব্যবস্থা নিয়ে সাজো সাজো রব প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের প্রতি একগুচ্ছ নির্দেশিকা বেঁধে দেওয়ার পাশাপাশি শিক্ষক- শিক্ষিকাদের নিয়মকানুন মেনে চলার ফরমান জারি করেছে শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা ২০২৩ বিষয়ে ১৭ ফেব্রুয়ারি। শুক্রবার ডিস্ট্রিক্ট লেভেল মিটিং অনুষ্ঠিত হল বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষে। এই সভায় পৌরহিত্য করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দীন। উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ ) মনীশ মিশ্র,পর্ষদের উপসচিব ড. আজিজার রহমান,বোর্ড সদস্য মোজাফফর হোসেন, ডিআই ,ডোমা, ট্রাফিক পুলিশ,স্বাস্থ্য সহ সমস্ত বিভাগের আধিকারিক, ডি এল এ সি সদস্য আক্তারুজ্জামান, নূরুল হক বৈদ্য, কুতুব আক্তার, নূরুল হক, সওকাত হোসেন পিয়াদা সহ ২০ টি পরীক্ষা কেন্দ্রের প্রধান এবং সকল মাদ্রাসার প্রতিনিধিরা।সভাপতি ড. আবু তাহের কামরুদ্দীন জানান, সকলের পূর্ণ সহযোগিতায় বিগত বছরের মতো এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।পর্ষদের অন্যতম সদস্য একেএম ফারহাদ বলেন, সকলের সহযোগিতায় আসন্ন হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জেলার ২০ টি পরীক্ষা কেন্দ্রে ছয় হাজারের মতো পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক-অভিভাবিকাদের প্রতি অগ্ৰিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে হতে সবার সহযোগিতা চান ফারহাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct