আপনজন ডেস্ক: জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণ শুক্রবার ব্যর্থ হয়েছে। রকেটে জ্বালানি প্রজ্জ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। এইচ-৩ নামের এ রকেট জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২এ মডেলের উত্তরসূরি যা ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct