নিজস্ব প্রতিবেদক, বাদুড়িয়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার ২য় সৃষ্টিশ্রী মেলার সূচনা হল বাদুড়িয়ার কাটিয়াহাট বি.কে.এ.পি. স্কুলের ফুটবল মাঠে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বাদুড়িয়া ব্লক এবং পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আগামী ২০ ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। দ্বিতীয় বর্ষের উত্তর ২৪ পরগণা জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভার সাংসদ নুসরাত জাহান রুহি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, উত্তর ২৪ পরগনার গ্রামোন্নয়ন শাখার অতিরিক্ত জেলা মিশন অধিকর্তা ও প্রকল্প অধিকর্তা সৌরভ সেনগুপ্ত, বাদুড়িয়া বিধানসভা বিধায়ক কাজী আব্দুর রহিম, বসিরহাট মহকুমার মহকুমা শাসক মৌসম মুখার্জী, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন, বাদুড়িয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপর্ণা বিশ্বাস সহ অন্যান্য সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে বাদুড়িয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপর্ণা বিশ্বাস জানান, ‘এই মেলাতে মোট ৪২ টি স্টল রয়েছে, যেখানে বেশিরভাগ মেয়েরাই নিজেদের হাতের তৈরি দ্রব্য সামগ্রী বিক্রয় করছেন।’
উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি সমস্ত মহিলাদের সেল্ফ হেল্প গ্রুপের আওতায় আসার অনুরোধ জানান। রাজ্য সরকারের তরফে মহিলাদের স্বাবলম্বী করাবার লক্ষ্যে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন জেলা শাসক। বাদুড়িয়া বিধানসভা বিধায়ক কাজী আব্দুর রহিম বলেন, সৃষ্টিশ্রীর মাধ্যমে মা-বোনেদের পায়ের নিচের মাটিকে শক্ত করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মস্তিষ্ক প্রসূত এই সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে বহু মা বোনেরা রুজি রুটির সন্ধান পাচ্ছেন।’ বিধায়কের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কাজী আব্দুর রহিম বলেন, ‘আমি যতদিন বাঁচব বাদুড়িয়াবাসীর পাশে থাকব এবং তাঁদের মঙ্গলের জন্য কাজ করে যাব।’উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও স্বরুপনগরের বিধায়ক বীণা মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মেয়েদেরকে স্বাবলম্বী করাবার লক্ষ্যে এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন। আমরা চাই মহিলারা এমন কিছু সৃষ্টি করবে যা আগামীদিনে আমাদের জেলাকে তথা রাজ্যকে সেরার সেরা শিরোপা এনে দেবে।’ মূলত মহিলাদের নিয়ে আয়োজিত সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে যদিও সাংবাদিকদেরকে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বসিরহাট লোকসভার সাংসদ নুসরাত জাহান রুহি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct