আপনজন ডেস্ক: চলতি হিজরি বর্ষের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মুসল্লি উমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন। চলতি উমরাহ মৌসুমে সৌদির আকাশ, স্থল, সমুদ্র পথ দিয়ে ৪৮ লাখ ৪০ হাজার ৭৬৪ জন উমরাহযাত্রী সৌদি যান। গত ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। আরব নিউজ সূত্রে জানা যায়, গত বছর ৩০ জুলাই থেকে উমরাহ মৌসুম শুরু হয়। এর পর থেকে গত ছয় মাসের বেশি সময়ে অর্ধকোটি লোক উমরাহ পালন করেন। তাঁদের মধ্যে ৪২ লাখ ৫৮ হাজার ১৫১ জন মুসল্লি নিজ দেশের উদ্দেশে ফিরে গেছেন। বর্তমানে সৌদিতে পাঁচ লাখ ৮২ হাজার ৬১৩ জন অবস্থান করছেন। উমরাহযাত্রীদের মধ্যে বিমানযোগে ৪৩ লাখ ২৯ হাজার ৩৪৯ জন, স্থলবন্দর দিয়ে পাঁচ লাখ সাত হাজার ৪৩০ জন এবং সমুদ্রপথ দিয়ে তিন হাজার ৯৮৫ জন সৌদি প্রবেশ করেন। উমরাহযাত্রীদের মধ্যে মদিনার প্রিন্স মোহাম্মদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যান ১৩ লাখ ৫১ হাজার ৭৩১ জন এবং ইয়ানবু অঞ্চলের প্রিন্স আবদুল মুহসিন বিন আবদুল আজিজ এয়ারপোর্ট দিয়ে যান ১১ হাজার ১৩২ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনার আগে ২০১৯ সালে ২৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেন। করোনার দুই বছর কঠোর বিধি-নিষেধ মেনে সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালের ৩০ জুন হজ পালন করেন বিশ্বের ১০ লাখ লোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct