সুব্রত রায়, কলকাতা, আপনজন: বৈদ্যুতিন বর্জ্য নিয়ে পুরসভার নয়া ভাবনা রয়েছে। শুক্রবার এক থা জানা কলকাতা পুরসবার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, লায়ন্স ক্লাবের সাহায্য নিয়ে ইউজড ই ওয়েস্ট কালেকশন করতে বোরো ১, ৯এবং ১৬ এই তিনটে জায়গায় ড্রপবক্স রাখা হবে। কলকাতা পুরসভার মেয়র জানান, তারা কালেকশন করে ভিন রাজ্যের প্রসেসর এর কাছে পাঠিয়ে দেবে,এটার প্রক্রিয়াকরণ করতে। কম্পিউটার মোবাইলের মতো ই ওয়েস্ট কোনোভাবেই সাধারণ বর্জ্যের মধ্যে ফেলে দেওয়া যাবে না। এর থেকে ক্ষতি হতে পারে সমাজের এবং মানুষের, বলে জানান কলকাতা পৌরসভার মেয়র। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরে বেআইনি বিল্ডিং প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সহযোগিতা করছে। মেটিয়াবুরুজের এক জায়গা থেকে অভিযোগ এসেছিল। পদক্ষেপ নেওয়া হচ্ছে। হকার ইস্যুতে ফিরহাদ হাকিমের মন্তব্য,
কলকাতায় ডালা বিক্রি হচ্ছে। দেড় লক্ষ টাকা শুনেছি। যে কিনেছে তাকেও গ্রেফতার করতে পুলিশকে বলেছি। হকারদের সমস্ত পরিচিতি পত্র টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে দেওয়া হবে। হকার বিষয় নিয়ে কাউন্সিলর যোগ নেই। ডালা কেনা- বেচা ও ভাড়া দেওয়া পাপ। গরিব মানুষ ব্যবসাটা নিজে কর। টাউন পেন্ডিং কমিটির মাধ্যমে সবাইকে পরিচিতি পত্র দেওয়া হবে। নীল সাদা রঙ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি গেরুয়া ,আমরা সবুজ, সিপিএম লাল রং ব্যবহার করে। সবুজ করে দিতে পারতাম কিন্তু করিনি। বাম আমলে দেওয়াল কালো হয়ে যাচ্ছিল। একটা শ্যাডি লুক, মেনটেনেন্স ছিল না। ক্যালকাটা ডেড সিটি ছিল। সেটাকে লাইভ করতে গেলে সৌন্দর্যায়ন করতে হত। মুখ্যমন্ত্রীর কথায় নীল সাদা করা হয়েছিল। এটা কলকাতার রং বা সরকারের রং। মেট্রো রেলের বেশ কিছু স্টেশনে নীল সাদা রং করার প্রস্তাব প্রসঙ্গে মেয়রের মন্তব্য, ওনারা এখনো কোনো উত্তর দেন নি। দুর্ভাগ্যের বিষয় মেট্রো রেলের কয়েকটা স্টেশনে একটা বিশেষ রং, গেরুয়া রং করা হচ্ছে। ইতিমধ্যে নতুন মেট্রো স্টেশন গুলিতে নীল সাদা রং করার প্রস্তাব দিয়ে কলকাতা পৌরসভার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct