আপনজন ডেস্ক: লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে ফেরানোর চেষ্টা করছে বার্সেলোনা। অ্যারাবিয়ান ক্লাব আল হিলাল মেসিকে পেতে টাকার বস্তা নিয়ে নেমেছে। সাত ব্যালন ডি’অরের মালিকের দিকে তাকিয়ে আছে মেজর সকার লীগের ক্লাব ইন্টার মিয়ামিও। মেসির ভবিষ্যৎ কী? নানা গুঞ্জনের মধ্যে বার্সেলোনা সফর করলেন আর্জেন্টাইন তারকার বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি। তবে কি ন্যু-ক্যাম্পেই ফিরবেন পিএসজি তারকা? গত বছর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। স্টেডিয়ামে বসে মেসির অমরত্ব লাভ দেখেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ম্যাচ শেষে গণমাধ্যমকে জানান, শিগগির মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে পিএসজি। আগামী জুনেই লা প্যারিসিয়ানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, পিএসজিতে থাকতে চান না মেসি। চুক্তির মেয়াদ শেষে খুঁজে নিতে চান নতুন ঠিকানা। এরপর স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, বার্সার একমাত্র লক্ষ্য এখন মেসিকে দলে ফেরানো। মেসির বাবার বার্সেলোনা সফরে সম্ভাবনাটা আরও বেড়েছে। স্প্যানিশ দৈনিক স্পোর্তের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার বার্সেলোনায় আসেন হোর্হে মেসি। স্পোর্তের সঙ্গে আলাপকালে তিনি অবশ্য মেসির বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন। হোর্হে মেসি বলেন, ‘আমি মনে করি না যে লিও আবার বার্সেলোনায় ফিরবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct