আপনজন ডেস্ক: হজে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা না থাকলেও ন্যূনতম বয়সসীমা অন্তত ১২ বছর বলে শুক্রবার জানিয়েছিল সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তারপরই শনিবার হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইও মুহাম্মদ ইয়াকুব শিখা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন, এ বছর ১২ বছরের নীচে কোনও ভারতীয় হজে যেতে পারবেন না। এদিনই হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষে আরও এক বিজ্ঞপ্তি জারি করে জানা হয়েছে, হজে যাওয়ার অনলাইন আবেদনের শেষ তারিখ ১০ মার্চ। এছাড়া জানানো হয়েছে, ভারতীয় হজযাত্রীদের নিয়ে এ বছর হজে যাওয়ার প্রথম উড়ান যাত্রা ২১ মে। আর শেষ উড়ান ছাড়বে ২২ জুন। আর সৌদি আরব থেকে ভারতীয় হজ যাত্রীদের নিয়ে সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু হবে ৩ জুলাই থেকে। সৌদি থেকে ভারতীয় হজ যাত্রদের নিয়ে শেষ উড়ান আসবে ২ আগস্ট। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হজে যাওয়ার আবেদনপত্রের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ। নির্বাচিত হজযাত্রীদের ৪ িএপ্রিলের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে। আর ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের জন্য ই-ভিসা দেওয়া শুরু হবে। হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে ২৪ এপ্রিল থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct