দেবাশীষ পাল, মালদা, আপনজন: এবারে লাঠি হাতে স্কুল শিক্ষক ও ছাত্রের খন্ড যুদ্ধ। ঘটনার সূত্রপাত স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল দেওয়াকে নিয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার স্কুলের সময়ে রীতিমতো উদ্বেগ জনক পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া ২ নং ব্লকের সম্বলপুর হাই স্কুলে। জানা গিয়েছে, ছাত্র শিক্ষকদের লাঠি হাতে খন্ড যুদ্ধে আহত কমপক্ষে ২ জন শিক্ষক ও ৩ জন ছাত্র। ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে। এখন পর্যন্ত কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে স্কুল চত্বর জুড়ে। পাশাপাশি পড়ুয়াদের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিদায়ী অনুষ্ঠান করার কথা ছিল স্কুল কর্তৃপক্ষের। সেই মোতাবেক পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে স্কুল কর্তৃপক্ষ চাঁদা তুলেছেন বলে অভিযোগ। এরপরে গতকাল স্কুল কর্তৃপক্ষ জানান কোনরকম বিদায়ী অনুষ্ঠান হবে না। বৃহস্পতিবার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ নিয়ে স্কুলের পড়ুয়ারা ক্ষোভে ফুঁসতে থাকেন। যার কারণে আজকের এই লাঠি হাতে খন্ড যুদ্ধ শিক্ষক ও ছাত্রদের মধ্যে। যা ভাবাচ্ছে আগামী দিনে শিক্ষাঙ্গনের পরিস্থিতি কোথায় এসে দাঁড়াবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct