আপনজন ডেস্ক: নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার মন্তব্যের জন্য সাম্প্রতিক মাসগুলোতে তিনি তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন এবং পদত্যাগের আহ্বানও জানিয়েছিলেন অনেকে। তবে পদ ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, চলতি বছরের জুন মাসের শেষদিকে বিশ্বব্যাংকের পদ ছাড়বেন তিনি। তার মেয়াদ ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল, অর্থাৎ এক বছর আগেই এলো এমন ঘোষণা। এক বিবৃতিতে ম্যালপাস বলেছেন, গত চার বছর আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ সময় ছিল। তিনি আরো বলেন, অনেক অগ্রগতি করার পরে এবং অনেক চিন্তাভাবনার পরে, আমি নতুন চ্যালেঞ্জগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ম্যালপাস যোগ করেন, আমি গর্বিত যে, উন্নয়নশীল দেশগুলো অভূতপূর্ব সংকটের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমরা সাড়া দিয়েছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct