এহসানুল হক, বসিরহাট, আপনজন: সীমান্তবর্তী এলাকার মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে চলতি অর্থবর্ষে আরও স্বনির্ভর গোষ্ঠী তৈরির জন্য উঠেপড়ে লেগেছে জেলা প্রশাসন। বিশেষ করে বসিরহাট-১ ব্লক সহ অন্যান্য ব্লকে বিশেষ এলাকায় এ জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বসিরহাটের এক নম্বর ব্লকের পানিতর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের স্বপ্ন নিয়ে বহু মহিলাদেরকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। বসিরহাট-১ ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য বলেন, চলতি আর্থিক বর্ষে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩৮৫টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার। তারমধ্যে এখনও পর্যন্ত ৬২০ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। এখন আরও নতুন গোষ্ঠী তৈরির কাজ চলছে। আশা করছি, লক্ষ্যকে ছাপিয়ে যাওয়া যাবে। সেইসঙ্গে তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার পাশপাশি গোষ্ঠীগুলিকে রোজগারের সুযোগ করিয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। রকমারি হাতের কাজের সামগ্রী তৈরি তৈরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের “আনন্দধারা” প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাদের স্বনির্ভর হতে পারে সহজ পদ্ধতিতে অনলাইন সিস্টেমের মাধ্যমে যাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারে তার প্রশিক্ষণ দেওয়ার জন্য এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের জয়েন্ট বিডিও,পানিতর পঞ্চায়েতের সেক্রেটারি ছোট্টু দাস, পঞ্চায়েত প্রধান মালেকা বিবি, বিশিষ্ট সমাজসেবী শারিফুল ইসলাম মন্ডল, উপ-প্রদান চিন্ময় মন্ডল, সমাজসেবী আমজাদ হোসেন মোল্লা সহ বিশিষ্ট জনেরা। এদিন সেক্রেটারি ছোট্টু দাস বলেন, আজ আমরা ১৪০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে পেরেছি, যেটির নাম দেওয়া হয়েছে গ্রামের স্বপ্ন। এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন অসহায় মানুষকে একটা গোষ্ঠীতে রূপান্তরিত করে তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য পঞ্চায়েত বা সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয় আর এই সীমান্তবর্তী এলাকা মহিলারা রয়েছেন যাতে নারী পাচার না হয় বাল্যবিবাহ রোধ করা যায় সেদিকে ও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সব বিষয় নিয়েও আলোকপাত করা হয় এই অনুষ্ঠানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct