ইসরাফিল বৈদ্য, কলকাতা, আপনজন: আসন্ন হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা ২০২৩ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলো দঃ চব্বিশ পরগনা জেলার আলিপুর প্রশাসনিক ভবনে। অনুষ্ঠানের পৌরহিত্য করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দীন। উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য একেএম ফারহাদ, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর একান্ত সচিব জুলফিকার হাসান, বিদ্যালয় পরিদর্শক সুজিত কুমার মাইতি,ডোমা অপূর্ব কুমার বিশ্বাস,এ ডি এম মাইনোরিটি অদিতি চৌধুরী, এস এই সোম দত্তা মিত্র চৌধুরী,এস আই (ডোমা) দীপক ভঞ্জ,ডি এল এ সি মেম্বার চম্পক নাগ, শেখ মঞ্জুর আহমেদ, আবু,সুফিয়ান পাইক, তৌহীদ আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলা সরদার সহ ২১ টি পরীক্ষা কেন্দ্র সহ মাদ্রাসার প্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct