আপনজন ডেস্ক: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের পূর্বাঞ্চলে একাধিক তুষারধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এসব তুষার ধসের কারণে ওই অঞ্চলের শতাধিক পরিবার তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তুষারধসের অধিকাংশ ঘটনা দেশটির গোর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত অঞ্চলে ঘটেছে, এই অঞ্চলটির সঙ্গে চীন ও আফগানিস্তানের সীমান্ত আছে। এই অঞ্চলের বিপজ্জনক এলাকাগুলো থেকে চার শতাধিক পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct