আপনজন ডেস্ক: রাজস্থানের ভরতপুর জেলার গোপালগড় থানা এলাকার দুই যুবককে অপহরণ করে একটি গাড়িতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই ভরতপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্যাতিতার গ্রামে পৌঁছন। বলা হচ্ছে যুবকদের অপহরণ করে হরিয়ানায় নিয়ে গিয়ে ঘটনাটি ঘটিয়েছে। তথ্যমতে, বুধবার গোপালগড় থানা এলাকার পিরুকা গ্রামের বাসিন্দা জুনায়েদ ও নাসিরকে কয়েকজন অপহরণ করে। এরপর বৃহস্পতিবার হরিয়ানার লোহারুর পাটোদি গ্রামে একটি পোড়া বোলেরো দেখতে পাওয়া যায়, যার ভিতরে দুই জনের পোড়া মৃতদেহ ছিল। নিহত দুজনের নাম জুনায়েদ ও নাসির গোপালগড় থানা এলাকার পিরুকা গ্রামের বাসিন্দা। বুধবার চাচাতো ভাই ইসমাইল তাদের হয়ে জুনায়েদ ও নাসিরের নিখোঁজ মামলা দায়ের করেন। ইসমাইল জানান, জুনায়েদ ও নাসিরকে ৮ থেকে ১০ জন বেধড়ক মারধর করে এবং আহত অবস্থায় জোর করে বোলেরোতে তুলে নিয়ে যায়। ইসমাইল জুনায়েদ ও নাসিরকে ফোন করলে তাদের মোবাইল বন্ধ ছিল। ইসমাইলের অভিযোগ, অভিযুক্তরা বজরং দলের কর্মী। তাদের মধ্যে ছিলেন হরিয়ানার অনিল, শ্রীকান্ত, রিংকু সাইনি, লোকেশ সিংলা প্রমুখ। ঘটনার খবর পেয়ে হরিয়ানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। ভরতপুরের আইজি গুরু শ্রীবাস্তব জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct