আপনজন ডেস্ক: দিল্লিতে গত ১৪ জানুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহান ভাগবতের সঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতাদের বৈঠক হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন জামায়াতে ইসলামিস হিন্তের নেতৃত্বও। জামায়াতে ইসলামি হিন্দের নেতাদের আরএসএসের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই বৈঠকে জামায়াতে ইসলামি হিন্দের অংশগ্রহণের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর কেরালার প্রধান রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা জামায়াতে ইসলামীর সমালোচনা করতে থাকেন। এই বিষয়ে. প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান সিপিএম বিধায়ক কে টি জলিল জামাত-ই-ইসলামিকে আরএসএস-এর সাথে বৈঠকের বিশদ প্রকাশ করতে বলেন এবং তিনি জানতে চান ওই বৈঠকের মধ্যস্থতাকারী কে। এ বিষয়ে কে টি জলিল মোহাম্মাদ আখলাকসহ ৫০ জনের মৃত্যুর ঘটনায় গো-রক্ষকরা দুঃখ প্রকাশ করেছেন কি না, তার জবাব দিতে জামায়াতে ইসলামির প্রতি আহ্বান জানান। তিনি জানতে চান বিজেপি গুজরাতে মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জায়গাগুলির নাম পরিবর্তনের পদক্ষেপ থেকে সরে আসতে ইচ্ছুক কিনা, ওয়েলফেয়ার পার্টি এনডিএ-র অংশ কিনা। কংগ্রেস নেতা এবং সাংসদ মুরলীধরন আরএসএস এবং জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠকের খবরে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যারা আরএসএসের নীতি পরিবর্তন করার কথা ভাবেন তারা বোকা, কারণ এটি ঘটবে না। সংখ্যালঘুদের নির্মূল করাই তাদের একমাত্র লক্ষ্য। কে মুরলিধরন যোগ আরও বলেন, এই বৈঠক ধর্মনিরপেক্ষ ক্ষমতার লড়াইকে দুর্বল করবে। মুসলিম লীগ নেতা এবং বিধায়ক পি কে কুনহালিকাট্টি বলেছেন যে আরএসএসের সাথে আলোচনার জন্য কোনও পরিস্থিতি নেই তবে তাদের সাথে লড়াই করার সময় এসেছে। এদিকে, জামায়াতে ইসলামী হিন্দের সাধারণ সম্পাদক এবং কেরালার প্রাক্তন আমির টি আরিফ আলি বলেন, আরএসএস ও ইসলামী সংগঠনগুলির মধ্যে বৈঠক একটি ইতিবাচক পদক্ষেপ। এটি সত্য যে আরএসএসের প্রতিনিধি ও দেশের শীর্ষস্থানীয় মুসলিম সংগঠনের প্রতিনিধিরা বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করেছিলেন ও এটি কোনও গোপন আলোচনা ছিল না।আরএসএস রাজনীতি মব লিঞ্চিং, ঘৃণাত্মক বক্তৃতা এবং গণহত্যার আহ্বানের মতো বিষয়গুলির জন্ম দিয়েছে, যা মুসলিম সম্প্রদায়কে হুমকির মুখে ফেলেছে। বৈঠকে, ইসলামী সংগঠনগুলি আরএসএসকে এই ধরনের সমস্ত বিদ্বেষপূর্ণ ধারণা ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং আরিফ আলী বলেছেন যে তিনি মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আরএসএসের সাথে আলোচনা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct