সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ফের জয়পুর এবং বিষ্ণুপুর জঙ্গলের একাধিক জায়গায় লাগল আগুন, বন দফতর, দমকল ও স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা । ফের আগুন লাগার ঘটনা ঘটল বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে এবং বিষ্ণুপুর রেঞ্জের যাদবনগর জঙ্গলে। আজ সকালের দিকে জয়পুর লাগোয়া জঙ্গলে আগুন জ্বলতে দেখে স্থানীয় একটি রিসোর্টের কর্মচারীরা ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং খবর দেয় বন দফতরে। পরে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বনকর্মীরা একযোগে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। দুপুরের দিকে ফের বিষ্ণুপুরের যাদবনগর এলাকায় জঙ্গলে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। চলতি বছর জঙ্গলে আগুন লাগার ঘটনা রুখতে বাড়তি তৎপর হয়েছে বন দফতর। এলাকায় এলাকায় মাইক প্রচার ছাড়াও জঙ্গলগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বন দফতরের তরফে। এরই মাঝে আজ সকালের দিকে আচমকাই জয়পুরের এবং বিষ্ণুপুরের জঙ্গলে ঝরা পাতায় আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে জঙ্গলে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি আগুন নেভানোর কাজে নামে স্থানীয় একটি বেসরকারী রিসর্টের কর্মীরা। জল ছড়িয়ে ও ঝরা পাতার সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। পরে সেই কাজে হাত লাগায় বনকর্মীরাও। যৌথ প্রচেষ্টায় ঘন্টা কয়েকের মধ্যে জয়পুর জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুন নিভতে না নিভতেই বিষ্ণুপুরের যাদবনগর এলাকায় আগুন লেগে যায় জঙ্গলে। দাউদাউ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জঙ্গলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্লোয়ার নিয়ে মাঠে নামে বনকর্মীরাও। বন দফতরের তরফে জানানো হয়েছে এদিনের আগুন লাগার কারন এখনো জানা যায়নি। কেউ ইছাকৃত ভাবে এই আগুন লাগিয়ে থাকলে তাকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct