রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতি বছরের মত এবারেও তিনদিনের মুর্শিদাবাদ ইতিহাস উৎসব আয়োজন করেছে বহরমপুরের রবীন্দ্র ভবনে। এবছরের বিশেষ আকর্ষণ মুদ্রা প্রদর্শনী। নবাবী আমলের মুদ্রা সহ বিভিন্ন মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উৎসবে। মৌর্য যুগ থেকে গুপ্ত যুগ, মুঘল যুগ এমনকি মুর্শিদাবাদ জেলার নবাবী আমলের মুদ্রা থেকে ব্রিটিশ রাজত্ব কালের মুদ্রা প্রদর্শিত করা হয়। পাশাপাশি শশাঙ্কের আমলের স্বর্ন মুদ্রাও প্রদর্শনীতে রাখা হয়। মুদ্রা প্রদর্শনী দেখতে বহু স্কুলের ছা এছাড়াও ছিল ইতিহাস বিষয়ক আলোচনা, ইতিহাসের ওপর গবেষণামূলক ‘মুর্শিদাবাদ অনুসন্ধান’ প্রবন্ধ সংকলন গ্রন্থের সপ্তম খণ্ড প্রকাশ, মুর্শিদাবাদ ইতিহাস ও সংস্কৃতি সম্মান প্রদান। এছাড়াও তথ্য চিত্রের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার ১২৮ জন মনীষীর জীবন তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct