আপনজন ডেস্ক: সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাজ্যের মসজিদ ও সংস্থার আওতায় চলছে হতাহতদের জন্য তহবিল সংগ্রহ। এরই অংশ হিসেবে জরুরি দুর্যোগ কমিটির (ডিইসি) আবেদনে ছয় কোটি পাউন্ডের বেশি সংগৃহীত হয়। এর মধ্যে কার্ডিফের ক্যাথেস এলাকার দার আল-ইসরা মসজিদের আওতায় প্রায় ২৫ হাজার পাউন্ড, কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সংগৃহীত হয়। তা ছাড়া ওয়েলসে ইতিমধ্যে ১৯ লাখ পাউন্ড সংগৃহীত হয়। মসজিদের ব্যবস্থাপক ড. মোহাম্মদ জাবের জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় তহবিল সংগ্রহের অভিযান শুরু হয়েছে। মানুষ হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই বিপর্যয়ের একটি ইতিবাচক দিক হলো, অন্যের সহযোগিতায় বিভিন্ন জাতি একত্র হয়েছে। সব ধর্ম বা মতাদর্শের মানুষ এই মানবিক কাজে এগিয়ে এসেছেন। মসজিদ বা মুসলিম কমিউনিটির সদস্য নয়—এমন অনেকে দান করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct