সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: কর্মজীবনে বেশ কয়েক টি মামলায় নজিরবিহীন রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রীমতী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার বিকেলে ধর্মতলার পিয়ারলেস ইন হোটেলে দোতলায় এক সভাঘরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রীমতী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে অবসর নিয়েছেন এই বিচারপতি। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের তরফে এই সংবর্ধনা প্রদান। এই সভায় ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক দাস অধিকারী, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব,নেপালের কনস্যুলেট জেনারেল, ‘র’ এর প্রাক্তন ডাইরেক্টর জেনারেল। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের কর্মকর্তা জয়দীপ মুখার্জি বলেন -” বিচারপতি হিসাবে শ্রীমতী ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যুগান্তকারী রায় দিয়ে গেছেন। বাঙালি হিসাবে গর্বিত এহেন একজন বিচারপতি কে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে”। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রীমতী ইন্দিরা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তাদেরকে। কলকাতা হাইকোর্টের আইনজীবী থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে দায়িত্বভার থেকে অবসরগ্রহণের নানা ঘটনা তুলে ধরেন ‘জনতার জাজ’ খ্যাত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রীমতী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা হাইকোর্টেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct