বংশীবদন চট্টোপাধ্যায়, কলকাতা, আপনজন: শিক্ষার গুণগত মানোন্নয়নে নীরবে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। আজ রবিবার ১২ই ফেব্রুয়ারী ২০২৩ সমিতির ৬০-তম বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হল কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে! সমিতির পক্ষ থেকে বন্দে মাতরম ধ্বনি দিয়ে উত্তোলন করা হল জাতীয় পতাকা ও সমিতির পতাকা। পতাকার সামনেই পুনর্বার শপথ নেওয়া হল শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে, শিক্ষক-শিক্ষিকার স্বার্থে। দীর্ঘকাল অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময় থেকে শিক্ষার স্বার্থে সমাজ গঠনের সঠিক লক্ষে কাজ করে চলেছে এই সমিতি! এদিন মঞ্চ নামাঙ্কিত হয় ড :রবিরঞ্জন চট্টোপাধ্যায় ও সদ্য প্রয়াত প্রাক্তন সভাপতি মানিকলাল রায়চৌধুরীর নামে। সমিতির বুলেটিন সহ একটি শুভেনিরও প্রকাশিত হয় এদিন! আজকের এই মহতী সভার জন্য শুভেনিরে শুভেচ্ছা দিয়েছেন রাজ্যের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, মাননীয় সাংসদ সুদিপ বন্দ্যোপাধ্যায়, মাননীয় উঃ মা সংসদ সভাপতি ড:চিরঞ্জিব ভট্টাচাৰ্য, মাননীয় উপচার্য সাধু রাম চাঁদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম এর প্রফেসর অমিয় কুমার পান্ডা, মাননীয় মন্টুরাম পাখিরা, গোবরডাঙ্গা হিন্দু কলেজ এর মাননীয় অধ্যক্ষ হরেকৃষ্ণ মন্ডল ও বনগাঁও দীনবন্ধু কলেজ এর মাননীয় অধ্যক্ষ ড:বিশ্বজিৎ ঘোষ! শিক্ষা যে শুধু মাত্র জীবিকা অর্জন-এর জায়গা নয়, বরং জীবিকা অর্জনের সাথে সাথে শরীর, মন ও চরিত্র গঠনের জায়গা। প্রগাঢ় এই বিশ্বাস বুকে ধরে প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের মধ্যে নীরবে কাজ করে চলেছেন। ফলে তাঁরা আজ সমাজে বিশেষ সম্মানের স্থান লাভ করতে সক্ষম হয়েছেন! দেশ গঠনের দিশারী প্রধান শিক্ষক সমিতি শিক্ষাঙ্গনকে আজ সমাজের বুকে বিশেষ এক সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct