সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রাজ্যে অপশক্তি সক্রিয় থাকলেও পশ্চিমবঙ্গ হচ্ছে সর্ব ধর্ম সম্মন্বয়ের পীঠস্থান। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় যে সম্প্রীতির পবেশ বজায় রেখেছেন তা অটুট রাখতে হবে। বীরভুমের মাটিকে কলুষিত করার কোনও প্রচেষ্টাই সফল হবে না। মঙ্গলবার বোলপুর সংলগ্ন মহিদাপুর হাই মাদ্রাসায় ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান কালে এই কথা বলেন তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। ফারহাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর্থ সামাজিক উন্নয়নের যে ছোঁয়া ছড়িয়ে পড়েছে, তাকে সব সময় স্বাগত জানায় তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতি। সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। মঙ্গলবার বীরভূমের বোলপুর সংলগ্ন মহিদাপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া হাই মাদ্রাসা পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি উন্নত পঠন পাঠনে কোন সমস্যার সম্মুখীন হলে মাদ্রাসা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগের জন্য আহ্বান জানান। অন্যদিকে স্থানীয় অভিভাবকদের সঙ্গেও মিলিত হয়ে সামাজিক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায়। তিনি সাম্প্রদায়িক শক্তিকে রোখার অহ্বান জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। একটি সাম্প্রদায়িক শক্তি বীরভূমের মাটিকে কলুষিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফারহাদ। বীরভূম জেলাতেও সকল শিক্ষক -শিক্ষিকা শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক শকিএত প্রতিহত করার অর্জি জানান। এদিন ফারহাদ মহিদাপুর হাই মাদ্রাসার হস্টেলের পড়ুয়াদের হাতে চকলেট কলম তুলে দেন। উপস্থিত ছিলেন মহিদাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ কামরুপজমান, শিক্ষক ইসমাইল হক,ফজলে মাওলা খান, অর্নব সরকার, উসমান আরিফ, কেতাব উদ্দিন, কওসার আলি, কাজল সেখ, প্রদীপ মন্ডল সাইফুল্লাহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct