সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের সব সংশোধনাগারে মোবাইলের ব্যবহার রুখতে কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বন্দিরা যাতে কোনওভাবেই জেলের ভিতর থেকে মোবাইল ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতে রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। মাদক মামলায় ধৃত দুই অভিযুক্তের জামিন সংক্রান্ত মামলায় সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। তবে রাজ্যের আইনজীবী মহলের একাংশের ধারনা শুধু মাদক মামলার জন্য এই নির্দেশ ডিভিশন বেঞ্চ দেয়নি। রাজ্যের জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যদের মতো মানুষেরাও। তাঁরা জেলে বসে যাতে কোনও তদন্তে প্রভাব বিস্তার করতে না পারেন সেই কথা মাথায় রেখেই হয়তো হাইকোর্টের এই কড়া নির্দেশ নেমে এসেছে।মুর্শিদাবাদের মাদক সংক্রান্ত একটি মামলায় বিভ্রান্তিকর রিপোর্ট জমা দেওয়ার জন্য কারাদফতরের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শীর্ষ আদালতের সিঙ্গেল বেঞ্চ। যার জেরে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের লিখিত নির্দেশও দিয়ে দিয়ে দিয়েছিল বেঞ্চ। পরে অবশ্য তা প্রত্যাহার করে ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালত থেকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর, বন্দিদের বডি স্ক্যানার মেশিন দিয়ে তল্লাশি করতে হবে। তাঁরা যাতে কেউ মোবাইল কিংবা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে সংশোধনাগারের ভিতরে ঢুকতে না পারেন সেটি নিশ্চিত করতে হবে কারাদফতরকে। প্রতিটি সংশোধনাগারে বডি স্ক্যানার বসাতে হবে। সংশোধনাগারে মোবাইলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে প্রয়োজনে জ্যামার বসাতেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য দিন ২ আগেই বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল জেলের ভিতর থেকে মোবাইলের মারফত নির্দেশ দিচ্ছেন জেলারই সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চোধুরীকে। সেই নির্দেশ মতোই দল সিদ্ধান্ত নিচ্ছে। জেলের ভিতরে অনুব্রত মণ্ডল থুড়ি কেষ্ট মোবাইল ব্যবহার করছেন কী করছেন না তা সামনে আসেনি এখনও। কিন্তু কাজলের সেই দাবির পরে পরেই নেমে এসেছে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ। এই ঘটনা কাকতালীয় হতে পারে আবার সংযোজিতও হতে পারে বলে মনে করছেন রাজ্যের আইনজীবী মহলের একাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct