সাদ্দাম হোসেন মিদ্দে, কৃষ্ণনগর, আপনজন: অর্থের অভাবে সুযোগ পেয়েও আন্তর্জাতিক স্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না নদীয়ার সুনয়না দাস। সাম্প্রতিক নদিয়া জেলা যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন টোটো চালকের কন্যা সুনয়না দাস। ৮ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করে কৃষ্ণনগর যোগ সেন্টার। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কৃষ্ণনগরের সুনয়না দাস। সুনয়না শক্তিনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এদিন সুনয়নার হাতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন কৃষ্ণনগর যোগ সেন্টারের সভাপতি বিজয় সাহা। এর আগে ২০২২ সালে সুনয়না বারাসাতে অনুষ্ঠিত রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়াও মহারাষ্ট্রে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় ১৬ তম স্থান দখল করেন তিনি। আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সুযোগ পেয়েও অর্থাভাবে অংশগ্রহণ করা হয়নি সুনয়নার। সুনয়না দাসের বাবা পিন্টু দাস পেশায় টোটো চালক। মা ঝুমা দাস গৃহবধু। একমাত্র দিদি শর্মিষ্ঠা দাস কৃষ্ণনগর ডিএল রায় কলেজের প্রথম বর্ষের পড়ুয়া।সুনয়না দাস তাঁর সাফল্য সম্পর্কে আপনজনকে বলেন,”এই সাফল্যে আমি ভীষন আনন্দিত। এতোদিনের পরিশ্রম সার্থক হয়েছে। টাকার অভাবে আমি তেমন কোনো কোচের কাছে প্রশিক্ষণ নিতে পারিনি। আমার সবথেকে বড় কোচ আমার মা। আমার সাফল্যের পিছনে আমার মা, বাবার অবদান খুবই গুরুত্বপূর্ণ।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct