আপনজন ডেস্ক: মাদ্রাসার উপর নজরদারির জন্য উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যে মাদ্রাসা সমীক্ষা সম্পন্ন করেছে। এরপর সমস্ত বেসরকারি মাদ্রাসাগুলিকে তাার চিহ্নিত করে তাদের সরকারি নিবন্ধিভুক্তর করার প্রচেষ্টা চালাচ্ছে। অপরদিকে সরকারি মাদ্রাসাগুলি রাজ্য সরকার পুরো নিয়ন্ত্রণে নিচ্ছে। সেই সময় কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রকের ভূমিকা চিন্তায় ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের মাদ্রাসা পড়ুয়াদের। উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ড থেকে পাশ করে বহু ছাত্র উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তেমনি বহু ছাত্র বিদেশে পাড়ি দিচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রক উত্তরপ্রদেশের মাদ্রাসা পড়ুয়াদের পাসপোর্ট দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে, এই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে। এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইফতিখার আহমেদ জাভেদ পররাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখে অভিযোগ করেছেন, ইউপি মাদ্রাসা বোর্ড থেকে পাশ করা ছাত্রদের সার্টিফিকেটকে মান্যতা না দেওয়ায় তাদের পাসপোর্ট পেতে সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে তাদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তিনি। ড. ইফতিখার আহমদ জাভেদ বলেন, উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড থেকে শিক্ষিত হাজার হাজার ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে তাদের সেবা করছে। গত বহু বছর ধরে মাদ্রাসা বোর্ডের সমস্ত মার্কশিট অনলাইনে তৈরি করা হচ্ছে এবং সেগুলিও অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রত্যয়িত ছাত্ররা যাচাইকরণের কারণে তাদের পাসপোর্ট পেতে সমস্যায় পড়েছেন। তার দাবি যখন সব সার্টিফিকেট অনলাইনে, তখন পাসপোর্ট অফিসকে অনলাইনে ভেরিফিকেশন করতে হবে, যাতে শিক্ষার্থীদের সমস্যা না হয়। কারণ, সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা যাচাইকরণের জন্য জায়গায় জায়গায় ঘুরতে বাধ্য হচ্ছে। জাভেদের আরও অভিযোগ, পাসপোর্ট তৈরি না হওয়ার কারণে শুধু শিক্ষার্থীরাই সমস্যায় পড়ছেন না, ইউপি মাদ্রাসা বোর্ডের কর্মচারীরাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারে বারে মাদ্রাসা ও মাদ্রাসা পড়ুয়াদেরকে সন্দেহের চোখে দেখে আসছেন। তার জন্য মাদ্রাসা নিয়ে সমীক্ষাও করেছেন। অপরদিকে, সংখ্যালঘু মহলের আশঙ্কা, যেভাবে উত্তরপ্রদেশের সরকারি মাদ্রাসা থেকে পাশ পড়ুয়াদের সার্টিফিকেট যাচাই নিয়ে পররাষ্ট্রমন্ত্রক পাসপোর্ট দিতে অনীহা দেখাচ্ছে, তা অন্যান্য রাজ্যের মাদ্রাসা পড়ুয়াদের ক্ষেত্রে একই ব্যবহার করা হবে না তো?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct