সাদ্দাম হোসেন মিদ্দে, মিনাখাঁ, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখাঁর দেউলিতে বাইট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নতুন শাখা খুললো। সোমবার দেউলি বাজারে ধুতুরদহ উচ্চ বিদ্যালয়ের নিকটে নতুন শাখার উদ্বোধন হয়। এদিন সকালে প্রদীপ জ্বেলে নতুন প্রশিক্ষণ কেন্দ্রের পথচলা শুরু হয়।বাইট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার শানওয়াজ আলি মোল্লা জানান, আগামী ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে। প্রত্যেকদিন ৫ টি ব্যাচ চলবে। প্রত্যেক ব্যাচে ১৬ জন শিক্ষার্থী থাকবেন। শুরুতেই ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। থাকছে স্পোকেন ইংলিশ শেখার সুযোগ। এছাড়াও এই কেন্দ্রে থাকছে মেয়েদের জন্য মেক ষআপ ও টেলারিং কোর্সের ব্যবস্থা। ভাঙড়ের ঘটকপুকুরে বাইট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মূল কেন্দ্রটি দীর্ঘ কয়েক বছর ধরে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুতুরদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়জদ্দিন মোল্লা, ছয়ানি সিনিয়র মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গড়চন্ডিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জুলফিক্কার মোল্লা, সুন্দরবন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেউলি বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ সিংহ রায় প্রমুখ। এদিন অতিথিদের অভ্যর্থনা জানান কোয়েল, পিউ, আফসানা, রুকসানা, সুস্মিতারা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শাজাহান আলি বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct