সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিডিও, এসডিও, জেলাশাসকদের করণীয় কাজ রাজ্য সরকার ও তৃণমূলের নেতারা করতে দিচ্ছে না। সরকারী আমলাদের পাশে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি। সোমবার সিমলাপালে দলের তরফে মিছিল ও ব্লক ডেপুটেশনে উপস্থিত ছিলেন তিনি। অজিত পতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন আরো বলেন, প্রশাসনিক আধিকারিকদের কাজ করতে না দিলে মানুষের ভোগান্তি বাড়বে। এই অবস্থায় বিডিওরা কি উত্তর দেবেন বলেও তিনি প্রশ্ন তোলেন। সাম্প্রতিক বছর গুলিতে রাজ্যে সিপিআইএম তথা বামেদের ভোটের নিরিখে জনসমর্থণ তলানিতে। এপ্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক বলেন, প্রতিদিন লাল ঝাণ্ডার নিচে মানুষ আসছেন, মিছিল বাড়ছে। আমরা শিখেছি, অধিকার ছিনিয়ে নিতে গেলে আন্দোলনই একমাত্র পথ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ‘দূর্নীতি’র অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তৃণমূল-বিজেপি নেতা নেত্রীরাই দূর্নীতির মূল কাঠামো’। একই সঙ্গে ‘হাওয়া চটি মূল’ সঙ্গে বাকিরা তো আছেই বলে তিনি দাবি করেন। এদিন সিমলাপাল এরিয়া কমিটির তরফে প্রধান মন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের অর্থ বরাদ্দ, ১০০ দিনের কাজ প্রকল্প চালু ও বকেয়া প্রদান সহ সাত দফা দাবিতে মিছিল ও স্থানীয় বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। সিমলাপাল নদীঘাট থেকে মিছিল করে বিডিও অফিসে আসেন সিপিআইএম নেতা কর্মীরা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, দলের সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক বিপ্লব দাস মহন্ত, যুবনেতা কৌশিক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct